Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

দরিদ্র জন গোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়ন, সমাজের সকল পেশাজীবি  মানুষদের আর্থ সামাজিক উন্নয়ন  কার্যক্রম বাস্তবায়ন, প্রাথমিক সমিতি নিবন্ধন, অডিট সম্পাদন, নির্বাচন, ঋণ বিতরন ও ঋন আদায়  এবং যাবতীয় বিভাগীয় কার্যক্রম সুষ্টভাবে সম্পাদন এবং ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্পের তদারকী।

          গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগাধীন সমবায় অধিদপ্তরের উপজেলা পর্যায়ের একটি অফিস। এ অফিসের অধীনে নিয়ামতপুর উপজেলায়  নিবন্ধিত মোট সমবায় সমিতির সংখ্যা ৫০৯ টি। নিবন্ধিত এসব সমবায় সমিতিতে প্রায় ১১০০০ জন সদস্য রয়েছে। সমবায়ের মাধ্যমে এ জেলায় ১৫০ জনের কর্মসংস্থান হয়েছে। নিবন্ধিত এসব সমবায় সমিতি থেকে ২০১৮-১৯ অর্থ বছরে অডিট ফি বাবদ  ৫৩৮৯০ লক্ষ  টাকা রাজস্ব আদায় করা হয়েছে। পাশাপাশি সমবায়ীদের প্রশিক্ষণ কর্মসূচিতে অর্থায়নের লক্ষ্যে সমবায় উন্নয়ন তহবিলে  ১৬০০৯  লক্ষ টাকা আদায় করা হয়েছে। বিগত অর্থ বছরে এ উপজেলা হতে ১০০ জন সবমায়ীকে ভ্রাম্যমাণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ গ্রহণ করে সমবায়ীরা আয়বর্ধনমূলক কাজে সম্পৃক্ত হচ্ছে এবং নিজেদের আর্থ-সামাজিক উন্নয়নে সফলতা বৃদ্ধি পাচ্ছে।